ইতিহাস কথা বলে- সেই ৪১ (একচল্লিশ) বছর আগে ১৯৮৪ সালের কথা, ইতিহাসের পাতায় ছবিতে বাংলাদেশের মার্শাল আর্ট এর জনক ও ১ম জাতীয় কারাতে কোচ, গ্রান্ডমাস্টার- ওস্তাদ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মার্শাল আর্ট শিক্ষা প্রতিষ্ঠান “বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব ” ঢাকার ওয়ারীতে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠানে, এই ছবি তোলা ছিলো, বাম থেকে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর ১ম সারীর কারাতে সাগরেদ খালেদ মুহাম্মদ ( চিত্র নায়ক) চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, গ্রান্ডমাস্টার- ওস্তাদ জাহাঙ্গীর আলম ও আমেরিকা প্রবাসী আদনান। ০১.০৬.১৯৮৪.